নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান করতে গিয়ে এলাকাবাসীর হামলায় তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মিজবাহ-উর রহমান সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় ঘটে এ ঘটনা।
তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক শাখার উপ-মহা ব্যবস্থাপক মো: সুরুজ আলম নবধারা কে বলেন, আধুরিয়া এলাকায় একটি পয়েন্টে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা হয়। অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করতে তিতাস টিম ঘটনাস্থলে পৌছালে আশপাশের কয়েকটি গ্রাম থেকে শতাধিক নারী-পুরুষ সেখানে জড়ো হয়ে অভিযানে বাঁধা সৃষ্টি করে। ইটপাটকেল নিক্ষেপ করে আঞ্চলিক ব্যবস্থাপক মিজবাহ উর রহমান ও শ্রমিকদের মারধর করলে দশজন আহত হন।
এসময় পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে যতো বাঁধাই আসুক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.