কোটালীপাড়া প্রতিনিধি:
এনআরবি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন মো: শাহীন হাওলাদার।
আজ মঙ্গলবার তিনি বিষয়টি নবধারাকে জানিয়েছেন। এনআরবি ব্যাংক লিমিটেডে যোগদানের পূর্বে তিনি মধুমতি ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ২৬ বৎসরের অভিজ্ঞ এ ব্যাংকার ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও সর্বশেষ মধুমতি ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস, করপোরেট ও ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান, এসএমই ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান, এডিসি ও কার্ড বিভাগের প্রধান, এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি শাখা প্রধান হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
বহুমাত্রিক ব্যাংকিং-এ অভিজ্ঞ মো: শাহীন হাওলাদার ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য ঋণ ও নীতি বিশ্লেষণ, তৈরি পোশাকখাতে ঋণ, সেলস এন্ড মার্কেটিং বিষয়ে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি ১৯৯৫ সালের অক্টোবর মাসে ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এ ‘প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করেন।
মো: শাহীন হাওলাদার অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মানসহ ডেমোগ্রাফী বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
উল্লেখ্য: মো: শাহীন হাওলাদার বিসিএস-এ তথ্য ক্যাডারে চুড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও ব্যাংকিং পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন।
শাহীন হাওলাদার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মো: সামসুদ্দীন হাওলাদারের বড় ছেলে। তিনি এক কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী মাহবুবা আমীন একজন গৃহিণী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।