Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৪০০ কৃষকের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ 

MEHADI HASAN
এপ্রিল ১৯, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনবার্সন কর্মসূচির আওতায় ৪০০দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বসে এসব আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়।
পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০০ কৃষকের প্রতি জনের হাতে ৫কেজি আউশ ধান বীজ ও ৩০ কেজি করে সার তুলে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় নবধারা কে বলেন, কোটালীপাড়া উপজেলায় এ বছর ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এই ধান কাটার পরে অধিকাংশ জমিতে আর কোন আবাদ করা হয়না। তাই আমরা এই জমিগুলোতে রোপা আউশ ধানের চাষ করার উদ্যোগ গ্রহণ করেছি। এরই অংশ হিসেবে বর্তমান সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।