গোপালগঞ্জে উদীচীর এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ শেখ মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রখম পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১০ উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজুসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর শেখ মনি মিলনায়তন থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মোঃ নাজমুল ইসলাম সভাপতি ও সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজু পুনঃনির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম নবধারা কে বলেন, দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ ও কোটালীপাড়া শাখা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.