Nabadhara
ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে সোয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অভিযোগে জরিমানা ১ লাখ টাকা

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ১৫, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে অবৈধভাবে সোয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংর্ষন অধিদপ্তর একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে।

আজ শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজার-এর গনেশ ভান্ডারে অভিযান চালিয়ে ১৪হাজার ৬৮৮ লিটার সোয়াবিন তেল উদ্ধার করেন এবং দোকানের মালিককে ১লাখ টাকা জরিমানা করেন। এছাড়া উদ্ধারকৃত সোয়াবিন তেল আগামী ২দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জ এর সহকারী পরিচালক শামীম হাসান নবধারা কে বলেন, অভিযান কালে গণেশ ভাণ্ডার এর বিশ্ববাবুর বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে দেখা যায়, ৭২ ড্রাম ১৪,৬৮৮ (সয়াবিন তেল) লিটার অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে এবং অধিক দামে বিক্রি করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব মজুদকৃত সয়াবিন তেলের কোনো চালান কাগজপত্র দেখাতে পারেনি। এর কোনো মূল্য তালিকা না টাঙ্গিয়ে সরকার কতৃক নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করছে এ অভিযোগ রয়েছে। এসব অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।