Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নামে প্রযুক্তি হলেও ওয়েবসাইটে দুর্বল বশেমুরবিপ্রবি

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
মে ২৬, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুর্বল ওয়েবসাইট শিক্ষার্থীদের ভোগান্তির অন্যতম কারন হয়ে দাড়িয়েছে৷ ওয়েবসাইটে ঢুকতে প্রচুর সময় লাগায় দ্রুত কোনো তথ্যের প্রয়োজন হলে শিক্ষার্থীরা হচ্ছে ভোগান্তির শিকার৷

ওয়েবসাইটের হোম পেজ দুর্বল থাকার কারনে ঢুকতে নিচ্ছে অনেক সময়৷ মাঝে মাঝে শুধু কালো পর্দাই আসে মূল ওয়েবসাইট আসে না৷ এই সমস্যা চলছে কয়েক মাস ধরে৷ হয়নি এখনও কোনো সমাধান৷

এ ব্যাপারে জানতে চাইলে সিস্টেম এনালিস্ট বি এম আরিফুল ইসলাম বলেন, “আমাদের ওয়েবসাইটের বেসটা ডিজাইন করেছিল তখনকার সময়ের যে সহকারী প্রোগ্রামার তাকে তৎকালীন ভিসি নাসির স্যার দায়িত্ব দিয়ে করিয়েছিলেন৷ ঐভাবেই ঐ কোডিংটাই আছে৷ ঐ কোডিংটা আর পাল্টানো হয়নি৷”

নতুন ওয়েবসাইট করার ব্যাপারে তিনি জানান, “নতুন একটা কমিটি করে দেয়া হয়েছে ইন্টারনেট ব্যবস্থাপনা কমিটি৷ এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন স্যার উনিও আছেন৷ আমরা শীঘ্রই ওয়েবসাইট পাল্টানোর ব্যাপারে কাজ করবো৷ সব কিছুর একটা প্রসেস আছে চলছে৷ এটা থাকবে না। নতুন ওয়েবসাইটের কাজ চলছে৷ আমাদের ডাটাবেজ কনভার্টের কাজ চলছে৷ আশাকরি তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।