নড়াইলের লোহাগড়ায় ৫৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাজু শেখ নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লোহাগড়া বাজারের শীতলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে, লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া বাজারের শীতলা মাকেটের নাইমের দোকানের সামনে থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পৌরসভার সিংগা গ্রামের আব্দুর সাত্তার শেখের ছেলে রাজু শেখকে (৩০) আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, আটক রাজুকে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।