 
     গোপালগঞ্জ পৌর নির্বাচনী আচরন বিধি ও আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে।মতবিনিময় সভায় প্রার্থীরা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবের সমর্থকদের নির্বাচনী আচরনবিধি লংঘন নিয়ে কথা বললে রকিবের সমর্থক আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান এর প্রতিবাদ করলে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যান।তাকে মারতে তেড়ে যান অন্য বেশ কয়েকজন মেয়র প্রার্থী ও তাদের সমর্থকেরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই এই হট্টগোলের ঘটনা ঘটে।
গোপালগঞ্জ পৌর নির্বাচনী আচরন বিধি ও আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে হট্টগোল হয়েছে।মতবিনিময় সভায় প্রার্থীরা মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন রকিবের সমর্থকদের নির্বাচনী আচরনবিধি লংঘন নিয়ে কথা বললে রকিবের সমর্থক আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান এর প্রতিবাদ করলে অন্য প্রার্থী ও তাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে যান।তাকে মারতে তেড়ে যান অন্য বেশ কয়েকজন মেয়র প্রার্থী ও তাদের সমর্থকেরা।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনেই এই হট্টগোলের ঘটনা ঘটে।
আজ রোববার শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে আসন্ন গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশগ্রহণ কারী সকল প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে গোপালগঞ্জ জেলা নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি এবং পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। দিন যত এগিয়ে আসছে পরিস্থিতি তত উত্তোপ্ত হতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.