বাগেরহাটের চিতলমারীতে অনুমোদনহীন অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা।এসময় ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধসহ ১১টি ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্রে ক্রটি থাকায় ১লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার দুপুরে দুপুরে চিতলমারীর হাসপাতালের সামনেসহ উপজেলা সদরের বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছা জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশে ।এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এই অভিযান অব্যহত থাকবে। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান ও এ অভিযানে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.