Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধি
জুন ৪, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চরগোপালপুর গ্রামে ভয়াবহ আগুন লেগে একটি দোকান ভষ্মিভূত হয়েছে। গত শুক্রবার (৪ জুন) রাত ২টার দিকে চরগোপালপুর গ্রামের ইনায়েত স্টোর নামক দোকানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের দাবি অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

চরগোপালপুর গ্রামের ইনায়েত স্টোরের মালিক ইনায়েত সিকদার জানান, শুক্রবার মধ্য রাতে আকস্মিকভাবে তার দোকানে আগুন লাগে। আগুন দেখে আশপাশের লােকজন ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানাের আগেই দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নজরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানেন না।

এদিকে ইনায়েত স্টোরের মালিক ইনায়েত সিকদার জানান, অগ্নিকান্ডে দোকানে থাকা ফ্রিজ,টিভি, কেরোসিন,সোয়াবিন পণ্য ছিলাে। আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। কিছুদিন আগে নতুন আরও পণ্য আনা হয়েছিল সেগুলােও পুড়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।