Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি ১৩ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
জুন ৪, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে পারেনি গোপালগঞ্জ জেলা শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ১৩ শিক্ষার্থী। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

জানাগেছে, লটারীতে ভর্তির পর অপেক্ষামান থাকা ৬ষ্ঠ শ্রেণীর ১৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে এসব শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশ করলেও হঠাৎ করে তাদের ভর্তি অবৈধ উল্লেখ করে স্কুলে আসতে ও অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে বাঁধা দেয় কর্তৃপক্ষ।

 

তারপরেও এসব শিক্ষার্থীরা আজ শনিবার সকালে অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসলে তাদেরকে স্কুল কর্তৃপক্ষ বাঁধা দিলে পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি। এতে অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙ্গে পড়েন।

 

শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পারলে অভিভাবকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এসময অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানির সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন তারা।

 

পরে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহসিন উদ্দিন স্কুলে এসে অভিভাবকদের সাথে কথা বলে তাদের শান্ত করেন। পরীক্ষায় অংশ নিতে না পারায় ১৩ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।