গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আল মামুন। তিনি ৩৪ তম বিসিএস (প্রশাসন) এর একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে পদার্পণ করেন। টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদানের পূর্বে রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত ছিলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কোমরাইল গ্রামের মেধাবী এ সন্তান।
সাবেক ইউএনও হেদায়েতুল ইসলাম পদোন্নতি পেয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন গত মঙ্গলবার।
ইতিমধ্যে সদ্য সাবেক ইউএনও হেদায়েতুল ইসলাম সদ্য যোগদানকৃত ইউএনও আল মামুনকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। দায়িত্ব গ্রহণ করার পরে ইউএনও আল মামুনকে টুঙ্গিপাড়ায় যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে,
• জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ টুঙ্গিপাড়ায় হওয়ায় তাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়েছে ভিআইপিদের প্রটোকল দিতে।
এতে করে তিনি প্রশাসনিক কার্যক্রমে কম মনোনিবেশ করতে পারবেন।
• স্থানীয় রাজনীতির গ্রুপিং-লবিং এ জড়িয়ে না পড়া তার জন্য একটি বড় চ্যালেঞ্জ।
• টুঙ্গিপাড়ায় বিভিন্ন নদীতে প্রভাবশালীদের অবৈধ ১০ টি বালু উত্তোলন করা ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধ করা তার জন্য একটি চ্যালেঞ্জ।
• টুঙ্গিপাড়ার শিক্ষাঙ্গনে যথাযথভাবে পাঠদান না করিয়ে স্থানীয় রাজনীতি ও সমাজ নীতির সঙ্গে জড়িয়ে পড়া শিক্ষকদের বিভিন্ন অনিয়ম রুখে দিয়ে তাদের বিদ্যালয়মুখী করে যথাযথ পাঠদান করানোও তার জন্য একটি চ্যালেঞ্জ।
• টুঙ্গিপাড়ার প্রাণকেন্দ্র পাটগাতি বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে অধিক মুনাফার উদ্দেশ্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ পলিথিন বিক্রি সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভোক্তাদের স্বস্তি ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করা তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।
• সারাদেশে ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান পরিচালনা করলেও টুঙ্গিপাড়ায় কোন প্রকার অভিযান পরিচালনা হয় নি। নিম্নমানের এ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিভিন্ন অনিয়ম বন্ধে অভিযান পরিচালনা করা এবং নজরদারিতে রাখতে হবে।
• জিটি স্কুল ও বঙ্গবন্ধু স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বখাটেদের দাঁড়িয়ে থাকা এবং ছাত্রীদের ইভটিজিং রুখতে তাকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
• সম্প্রতি টুঙ্গিপাড়ায় কয়েকটি কিশোর গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব কিশোর গ্যাং বেপরোয়া হয়ে বাইক চালানো, ছিনতাই সহ বড় ধরনের অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব অপরাধকেও শক্ত হাতে দমন করতে হবে নবাগত ইউএনও আল মামুনকে।
এসব সমস্যা মোকাবেলা করে শান্তিপ্রিয় টুঙ্গিপাড়াবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে নবাগত ইউএনও আল মামুন এই প্রশ্নের উত্তর সময়ের কাছে তুলে রাখা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.