স্বরূপকাঠি উপজেলার বলদিয়া ইউপিতে নিম্নমানের ইট দিয়ে রাস্থা তৈরী করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন পিআইও মানষ কুমার দাস।
সরজমিনে ওই ইউপির মধ্যম চামি গ্রামে মোমিন মাঝি বাড়ির দড়জা থেকে ইস্রাফিলের বাড়ি পর্যন্ত ১৬৪০ মিটার রাস্থা তৈরী করছিলো ঠিকাদার । ৩১ লক্ষ টাকা টাকা বরাদ্ধের, ১০ ফিট চওড়া এ রাস্থায় নিম্ন মানের ইট ব্যবহার করা হয় সর্বত্র। বিসয়টি সাংবাদিকরা পিআইও মানষ কুমারকে নজরে দিলে তিনি আজ ৮ জুন কাজ বন্ধ করে দেন।
পিআইও বলেন ৩ নং ও ৭ নং ওয়ার্ডের ৬৩ লক্ষ টাকা বরাদ্ধের মোট ৩২৮০ মিটার এ রাস্থায় ঠিকাদার সিডিউল অনুসারে ইট ব্যবহার না করায় সাময়িক কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ৩ নং ওয়ার্ড মেম্বর আলাউদ্দিন বলেন প্রথম থেকেই কাজের মান নিম্নমুখী।আমি সংশ্লিস্ট দপ্তরে কয়েকবার নক করেও ফল পাইনি।
তবে চেয়ারম্যান সাইদুর রহমান বলেন আমি পিআইওকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।।
বিসয়টি নিয়ে কাজের তদারকির দায়িত্বে থাকা সুজন সমদ্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি ৭ জুন সন্ধায় মুঠোফোনে বলেন ইটের মান খারাপ হলে আমি নিজেই কাজ বন্ধ করে দিবো।
তবে আজ ৮ জুন কাজ বন্ধ হওয়ার পর, মুঠোফোনে বার বার যোগাযোগের চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.