"সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কচুয়া এপির আয়োজনে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
১২ জুন দুপুর ১২ টায় সরকারি সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিশু শ্রমের সাথে যুক্ত ১০ জন শিশুদের নিয়ে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালী প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শেখ তন্ময় মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আরেলাচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মানস কুমার তালুকদার, এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, সিএসপাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অপূর্ব কুমার অপু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক জাহিদুল ইসলাম বুলু ,সূর্য্য চক্রবর্তী,উজ্জ্বল দাস ছাড়াও এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেয়।
গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এই কনভেনশন অনুসারে ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেয়া যাবে না। এজন্য এবছর বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসটি বেশি গুরুত্ব বহন করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.