Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অগ্নিদগ্ধের পাশে গোপালগঞ্জের রোভার স্কাউটস সদস্যরা

রাকিব চৌধুরী, নবধারা
জুন ১৫, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিদগ্ধের পাশে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ। মানবতার এই কঠিন পরীক্ষায় পিছিয়ে নেই গোপালগঞ্জের জেলা রোভার ও জেলা স্কাউটস এর ১৫ জন সদস্য। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহোযোগিতা এক করে নগদ অর্থ আহতদের হাতে তুলে দিয়েছে রোভার৷ ও স্কাউটস সদস্যরা।

রবিবার (১২ জুন) চট্টগ্রাম সহায়তা ফান্ড( RSTF)”বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এই সহোযোগিতার টাকা হস্তান্তর করা হয়।

এসময় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সিনিয়র রোভার মেট সাকিব হোসেন হৃদয় বলেন, আমরা এইবার সহ বাংলাদেশের যে কোনো ট্রাজেডিতে আহতদের পাশে দাঁড়িয়েছি। এই পর্যন্ত ২০ হাজার টাকার নগদ অর্থ আহতদের হাতে তুলে দিয়েছি। ভবিষ্যতে আমাদের এই মানবিক সাহায্য অব্যাহত থাকবে।

নিহতদের আত্নার শান্তি কামনায় গোপালগঞ্জে প্রার্থনার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।