Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধির দাবিতে গোপালগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
জুন ১৮, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাংস্কৃতিক খাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মিরা।

 

আজ শনিবার বেলা ১১টার সময় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে  মানববন্ধন করেছে গোপালগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মিরা।

 

মানববন্ধনে গোপালগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ নাজমুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি  বলেন, এ দেশের সাংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে, সাংস্কৃতির বিস্তার করতে হলে সাংস্কৃতির পিছনে অর্থায়ন করতে হবে।এবারের বাজেটে সাংস্কৃতি খাতে যে বাজেট বরাদ্দ হয়েছে তা পর্যাপ্ত নয়। তিনি সাংস্কৃতিক খাতে বাজেট বৃদ্ধির জোর দাবি জানান।

 

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি রাখাল কিশোর ঠাকুর, দুলাল দাস, সাধারণ সম্পাদক গাজি মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক গোপাল দাস, গোপালগঞ্জ থিয়েটারের সভাপতি শেখ আব্দুস সবুরসহ সাংস্কৃতিক অঙ্গনের শিল্পি ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।