চিতলমারীতে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা আ’লীগ চত্বর থেকে এ আনন্দ মিছিল বের হয়। এতে অংশ নেন আওয়ামীলীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় উপজেলা আ’লীগ অফিস চত্বরে এসে শেষ হয়।
এসময় উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম- আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
বক্তারা মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, ২৫ জুন ডানা মেলছে কোটি বাংঙ্গালির স্বপ্ন। লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলন্বিতার প্রতীক এক নতুন মহাকাব্যের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.