Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে টিসিবির ডিলারের ওপর হামলা

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
জুন ২৪, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদা চেয়ে না পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে রেজাউল মিয়া নামে এক টিসিবির ডিলারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার দুই ভাইকেও মারধর করা হয়েছে। পরে হামলাকারীরা টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও তার ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে।

ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের রাসেল মিয়া ও লিয়াকত আলীর নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন পল্লী ডাঃ সেলিম মিয়া। এ ঘটনায় ঐদিন দুপুরে রাসেল মিয়াসহ ৬/৭ জন ও অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

পল্লী ডাঃ সেলিম মিয়া জানান, তার ছোট ভাই রেজাউল মিয়া টিসিবির ডিলার। বেশকিছু দিন ধরে আমার ভাই এবং আমার কাছে রাসেল মিয়া ও লিয়াকত আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দেখে নেবেন বলে হুমকি দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আমি এবং আমার ছোট ভাই রেজাউল ও মেজ ভাই হাসান বাড়ি থেকে রামদিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হই। রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর পৌঁছালে রাসেল এবং লিয়াকতের নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে আমাদের পথরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা আমাদের মারধর করে আহত করেন এবং আমার ছোট ভাই টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও মেজ ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, টিসিবির ডিলারকে মারধরের বিষয়টি জেনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি এখনো মামলা রেকর্ড করা হয়নি তবে মামলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।