রোভার স্কাউটসের অ্যাওয়ার্ড ‘মেডেল অব মেরিট’ মনোনীত হয়েছেন সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের রোভার স্কাউটস গ্রুপ সভাপতি ও সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাদাত হোসেন। বাংলাদেশ রোভার স্কাউটসের পক্ষ থেকে সম্মাননাটি দেয়া হয়েছে। গত সোমবার বাংলাদেশ রোভার স্কাউটসের সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক মনজুর রশিদ জানান রোভার স্কাউটসের সেবা সক্ষমতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রফেসর মোঃ শাহাদাত হোসেন বলেন, সব স্বীকৃতিই আনন্দের এবং সম্মাননা রোভার স্কাউটসের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাঁদের সকলের সহযোগিতার জন্যই রোভার স্কাউটসের সেবার মান ও সেবা ক্ষেত্র দিন দিন সমৃদ্ধ হচ্ছে।
তিনি আরো বলেন, এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের দায়িত্ব পালনে আরো অনুপ্রাণিত করবে। এ সম্মননা প্রদানের জন্য আমি বাংলাদেশ স্কাউটসের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.