Nabadhara
ঢাকারবিবার , ৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

‘কোন ধর্মই দূর্নীতিকে সমর্থন করে না’ – দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
জুলাই ৩, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, কোন ধর্মই দূর্নীতি করার জন্য সমর্থন করে না। যত সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র আছে কেউই দূর্নীতিকে সমর্থন দেয় না। তারপরেও দূর্নীতি হচ্ছে।

 

আজ রবিবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দূর্নীতিকে দমন ও নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছে। দূর্নীতি দমন ও মুক্ত রাখা দরকার। কারন দূর্নীতি থাকলে আমাদের কাঙ্খিত উন্নয়ন পেতে বিলম্ব হবে।

 

দুদক চেয়ারম্যান আরো বলেন, আমরা প্রতিরোধের কাজটা যদি সঠিকভাবে করতে পারি, তাহলে দমনের কাজটা সহজ হয়ে যাবে। প্রতিরোধ হলো, আমরা দুর্নীতি না করি, দুর্নীতি যেখানে হবে সেখানে বন্ধ করা, প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে।

 

এর আগে জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান সভাপতিত্ব করেন।আলোচনা সভায় দুদকের পরিচালক মো: আক্তার হোসেন, মীর মো: জয়নুল আবেদীন শিবলী, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।