 
     পদ্ম সেতুর উদ্বোধনের ৯ দিনের পর পারিবারিক এক সফরে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে পৌঁছেছেন।
পদ্ম সেতুর উদ্বোধনের ৯ দিনের পর পারিবারিক এক সফরে সড়ক পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে পৌঁছেছেন।
সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু পার হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছান। এরপর সকাল ১১টা ২০ মিনিটে তিনি গোপালগঞ্জ সদরে পৌঁছান।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে।
সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসার পথে পথে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার জনতা। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।
এ সফরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নিবেন এবং বঙ্গন্ধুর স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখবেন। পরে তিনি নিজ বাসবভনে অবস্থান করবেন। বিকাল চারটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.