Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলে আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
জুলাই ৮, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল শেখের বাড়ির ধানের গোলা থেকে এ গাঁজা উদ্ধার করে পুলিশ।

 

এ সময় সামছুন্নাহার (৪৫) নামের এক নারী ও তার ছেলে রমজান শেখকে (২২) আটক করা হয়।

 

আটক রমজান শেখ মোল্লাহাটের গোলারচক এলাকার ওবায়দুল শেখের ছেলে। সামছুন্নাহার ওবায়দুল শেখের স্ত্রী।

 

আটকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ।

 

সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানা পুলিশের একটি দল উপজেলার গোলারচক এলাকায় অভিযান চালায়। এসময় ২৫ কেজি গাঁজাসহ মা-ছেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার (৮ জুলাই) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।