Nabadhara
ঢাকাসোমবার , ১১ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চলে গেলেন গোপালগঞ্জ মডেল স্কুলের প্রিয় ময়েন স্যার

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
জুলাই ১১, ২০২২ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ শহরের স্বনামধন্য এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও  শতবর্ষী গোপালগঞ্জ নজরুল পাবলিক লাইব্রেরীর ছয় দশকের অবৈতনিক লাইব্রেরীয়ান জিএম মঈনউদ্দিন (১০৩)ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি গোপালগঞ্জ জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজমের পিতা।

১৯২০ সালে প্রতিষ্ঠিত নজরুল পাবলিক লাইব্রেরীতে মাত্র ২৪ বছর বয়সে তিনি অবৈতনিক লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আজ ১১  জুলাই বার্ধক্যজনিত কারণে দুপুর ২.৪৫ শহরের মধ্যপাড়ায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ কয়েকবছর শয্যাশায়ী ছিলেন।

তিনি আজীবন নজরুল পাবলিক লাইব্রেরী উন্নতি সাধনের জন্য কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে রেখে গেছেন। তার কর্মস্থল গোপালগঞ্জ শহরের স্বনামধন্য এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পুরাতন পৌর কবরস্থান তাকে সমাহিত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর পিএস২ গাজী হাফিজুর রহমান লিকু,সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার প্রাক্তন ছাত্ররা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।