প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ
বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল- শাজাহান খান এমপি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি ২০০৫সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তভর্ূক্ত করা হবে।
আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যাচাই বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাজ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ে কোন টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।
এ সময় পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহকারী পরিচালক মোঃ আব্দুল খালেক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.