Nabadhara
ঢাকাবুধবার , ১৩ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় হামলা ও ভাংচুরের ঘটনায় উভয় পক্ষের ৩ জন আটক

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
জুলাই ১৩, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগে ঘটনাস্থল থেকে মৃত ইনজাহের মোল্যার আহত দুই ছেলে হাবিবুর রহমান মোল্যা(৪৫), এনামুল মোল্যা (৩৮) ও প্রতিপক্ষের একজনসহ মোট ৩ জনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯ টায় ওই থানার যোগানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে কোর্টেও মামলা চলমান রয়েছে বলে জানা যায়। ঘটনার দিন পাশের ডুমুরিয়া গ্রামের ইছাবুল মোল্যার নেতৃত্বে ৩৫/৪০ জনের একদল সশস্ত্র দূর্বৃত্ত হাবিবুরের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বনজ ও ফলজ গাছ কেটে বসতঘর ভাংচুর করাসহ তাদের উপর হামলা চালালে হাবিবুর ও এনামুলসহ তার মা জাহেদা বেগম (৭০),বোন হাজেরা বেগম(৫০) ও এনামুলের অন্তস্বত্তা স্ত্রী মিনা বেগম আহত হন। যথা সময়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে উভয় পক্ষের ৩ জনকে আটক করে।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা নবধারা কে বলেন, পরিস্থতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের তিন জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।