গ্রাম্য কোন্দলের জের ধরে প্রতিপক্ষকে জীবন নাশের হুমকী দেয়ার ঘটনায় ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় মামলায় আদালতে মুচলেকা দিয়ে জামিন পেলেন নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লাবু মিয়া ও সাবেক চেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান সেলিমসহ ৯ আসামী। আজ নড়াইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ জুবায়ের হোসেন আসামীদের ২হাজার টাকা বন্ডে আসামীদের জামিন দেন।
অন্যান্য আসামীরা হলেন পার শালনগর গ্রামের শাফিক কাজী(৪৮),কাজী তরিকুল ইসলাম (৪৫), কাজী উজ্জল (৪৫), দিপু কাজী (৫০), শাহাদত মিয়া (৫০), আজাদ মিয়া (৪২) ও আব্দুর রহিম (৩৪)।
পারশালনগর গ্রামের মৃত ছালাম মিয়ার ছেলে নাজমুল হাসান তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, ২০২১ সালের ২৯ মে রাতে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে বাদী ও তার পরিবারের লোকজনের ওপর খুন জখমের অপচেষ্টায় লিপ্ত হয়। এসময় বাদীর লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
বাদীপক্ষের আইনজীবি এ্যাডভোকেট রাকিব হোসেন বলেন, ‘ ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে আসামীরা হাজির হলে আসামীরা ভবিষ্যতে আর এধরনের কাজ করবেনা মর্মে অঙ্গীকার করায় ২হাজার টাকার বন্ডে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আসামীদের জামিন দিয়েছেন।
এদিকে জামিনে বাড়ি গিয়ে পুনরায় বাদী ও তার পরিবারের সদস্যদের মারধরসহ জীবননাশের হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাদী নাজমুল হাসান।
তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান লাবু মিয়া বলেন,‘ বাদী নাজমুল এখন পর্যন্ত বাড়িতে আসেনি। তাহলে তাকে হুমকী কিভাবে দিবো। এক বছর আগে একটি মামলা করে আমাদের আদালতে হাজির হতে হয়েছে। তাকে বা তার পরিবারের কাউকে হুমকী দেয়ার প্রশ্নই আসে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.