নড়াইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক এসএসসি পরীক্ষার্থী হাকিম মোল্যা (১৫) নিহত হয়েছে। গত সোমবার (১৮ জুলাই) রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম মোল্যা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ছাগলছিড়া গ্রামের মফিজুর রহমান মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সুত্রে জানা গেছে, গত রোববার মফিজুর মোল্যা তার ছেলে হাকিম মোল্যাকে নতুন মোটরসাইকেল কিনে দেন। সোমবার (১৮ জুলাই) রাত ৭টার দিকে মোটরসাইকেল করে তার বন্ধুদের নিয়ে গোবরা থেকে আগদিয়া যাওয়ার পথে নড়াইলের-গোবরা-নওয়াপাড়া সড়কের আগদিয়া চর এলাকায় নওয়াপাড়া থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় হাকিম মোল্যা আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা হাকিমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত (ওসি-তদন্ত) মো. মাহমুদুর রহমান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.