নড়াইলের নড়াগাতিতে জয়নগর ইউনিয়নের একটি গ্রামের মসজিদে ৩য় শ্রেণীর এক ছাত্রী’কে যৌনপীড়নের অভিযোগ ইমাম মোঃ হুসাইন মোল্লার (২৭) বিরুদ্ধে। ১৯ জুন (মঙ্গলবার) ভোরে মসজিদে আরবী পড়তে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়টির পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইমামকে আটক করেছে পুলিশ। সে পার্শবর্তী জেলা গোপালগঞ্জ সদর থানার সুলতানশাহী গ্রামের ফুরকান মোল্লার ছেলে।
এজাহার সূত্রে জানা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই দিনও ভোরে শিশুটি গ্রামের জামে মসজিদে আরবী পড়তে যায়।
৭ টার দিকে ইমাম হুসাইন পড়া শেষে ভিকটিম’কে রেখে সবাইকে ছুটি দিয়ে দেয়। পরে মসজিদে ঝাড়ু দেওয়ার কথা বলে পূর্বপাশে তার শয়ন কক্ষের ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে।
ভিকটিম বাড়ী ফিরে তার মা,বাবাকে বিষয়টি জানালে লম্পট ইমামকে আটক করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে নড়াগাতি থানার ওসি ( তদন্ত) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হযেছে। অভিযুক্ত ইমামকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.