গোপালগঞ্জের মুকসুদপুরে জমিসহ ঘর পেল আরো ৩০৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার ( ২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালী উদ্ভোধনের পরে উপজেলার ফারুক খান মিলনায়তনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০৭ সুবিধাভোগী পরিবারের হাতে দলিল, পর্চা, দাখিলাসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়ে উপজেলা জুড়ে উৎসবের আমেজ বইতে শুরু করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, সহকারি কমিশনার ভ‚মি অমিত কুমার দাস, মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার হাচেন উদ্দীন, যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফায়জুল ইসলাম, মহরাজপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সকল সুবিধাভোগী পরিবার, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.