গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের ধাক্কায় পাঁচ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক হতাহতের পরিচয় জানা যায়নি। তবে হতাহতদের বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া ও ল²ীপুর গ্রামে। তারা নির্মাণ করে বাড়িতে ফিরতেছিল।
কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নির্মাণ কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিলম। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.