চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জেসমিন বেগম বাদি হয়ে বাগেরহাট বিজ্ঞ চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির অভিযোগে উপজেলার পরানপুর গ্রামের পান্নু শেখ , জেল্লাল শেখসহ চার জনের নাম উল্লেখ করে ২৩/২০২২নং- একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বিজ্ঞ আদালত ওসি চিতলমারী থানার কে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দেন। পুৃলিশ পান্নু শেখ ও জেল্লাল শেখ কে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।
জানা যায়,আসামী পান্নু শেখ ( কুটি), ও জেল্লাল শেখ বিভিন্ন সময় তার বসত বাড়ি সরকারি খাস জমি দাবি করে জেসমিন বেগম ও তার স্বামী রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবি করে । গত ৪ এপ্রিল বাদিনীর বাড়িতে গিয়ে ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার স্বামী রফিকুল ইসলাম উক্ত টাকা দিতে অস্বীকার করলে আসামী পান্নু শেখ ( কুটি) তাকে খুন করার হুমকি ভয়ভীতি দেখায়। এসময় কোন উপয় না পেয়ে বাদিনী ৮০ হাজার টাকা পান্নু শেখ এর হাতে দেয়। পান্নু উক্ত টাকা গ্রহন করে দাবিকৃত বাকি টাকা না দিলে খুন জখম করে এলাকা ছাড়াবে বলে হুমকি দিয়ে চাঁদা নিয়ে চলে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.