নবধারা প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, গত এক সপ্তাহের তুলনায় মশকের প্রাদুর্ভাব কমেছে। আগামী সপ্তাহের মধ্যে মশকের প্রার্দুভাব নির্মূল করা হবে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারী ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছেন। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিলো। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।
আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঢাকার জলাবদ্ধতা দুর করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যের বিভিণ্ন খাল, নর্দমা ও জলাশয় পুনঃখনন ও পরিস্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব।একই সাথে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে।
এর আগে মেয়র শেখ ফজলে নুর তাপস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পরে তিনি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিরগণ এবং কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
নবধারা / এমএইচ০০৭