১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য জাতির জনকের মাজার ও এর আশপাশ এলাকা নিñিদ্র নিরাপত্তা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ খাবার পানির ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্ন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত রাখা, কোরান খতমের ব্যবস্থা নেওয়াসহ যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিস্ট দপ্তর সমূহকে নির্দেশ প্রদান করা হয়।
প্রস্তুতি মূলক সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভা মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ জেলার সকল সরকারী দপ্তরের প্রধানগন, সকল উপজেলা নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.