বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশ ব্যাপী সিরিজ বোমা হামলা, সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোব কর্মসূচি পালন করেছে চিতলমারী উপজেলা আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন।
বুধবার ( ১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগ দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহ-সভাপতি ইঞ্জিনিয়র শেখ রফিকুল ইসলাম তাপস,আলহাজ্ব বাদশা মিয়া, সদও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, যুগ্ম- সম্পাদক শেখ কেরামত আলী, যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি- জামায়াত জোট সরকারের শাসনামলে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারা জঙ্গিদের লালন- পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি- জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামীলীগ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.