নড়াইল পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে হত দরিদ্রদের মধ্যে ৭০টি ছাগল বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান , পুলিশ সুপার প্রবীর কুমার রায় উপস্থিত থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৭০জন হত দরিদ্রকে ৭০টি ছাগল বিতরণ করেন।
এ সময় নড়াইল পৌর মেয়র আরা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।