Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

কোটালীপাড়া  প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভগবান শ্রীকৃৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার ভট্টের বাগান মন্দির কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলার উনশিয়া গ্রামের ভট্টের বাগান মন্দির চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদর ঘুরে পূরনায় মন্দির চত্ত্বরে গিয়ে শেষ হয়।
অপরদিকে বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া শাখার আয়োজনে কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা দুটির উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র হাজী মো: কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র হাজী এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, ভট্টের বাগান মন্দির কমিটির সভাপতি অশোক কর্মকার, উপদেষ্টা রতন আচার্য, কৃষ্ণ কান্ত দে, দুলাল চন্দ্র সাহা, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।