বাগেরহাটের চিতলমারীতে প্রধানমন্ত্রীর কার্যলয়ের বরাদ্দে বিশেষ এলাকার উন্নয়ন সহাতার কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা পর্যায়ে নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের, মাঝে বাই সাইকেল, শিক্ষা সহাতার চেক এবং ৫টি দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্তন্তর করা হয়েছে।
১৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলানয়তনে ১০জন ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল,বিভিন্ন শ্রেনিতে অধ্যয়নরত ৭০জন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৩লাখ ১২হাজার টাকার শিক্ষা সহাতার চেক এবং ৫টি নৃ- গোষ্ঠী পরিবারকে বাসগৃহের চাবি তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন,এম, জিয়াউল আলম।
অনুষ্ঠানে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ( অতিরিক্ত সচিব) , প্রকপ্ল পরিচালক ,ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকপ্ল ড. খন্দকার আজিজুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ- আল- আসাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.