তেরখাদায় পানিতে ডুবে ইছা মোল্যা নামে দুই বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলা সদরের কাটেংগা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ইছা মোল্যা একই গ্রামের মোঃ কুবায়েদ মোল্যার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে ইছাম মোল্যা বাড়ির উঠানে খেলা করছিল। কিন্তু একপর্যায়ে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে থাকা খালের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।