প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২২, ১১:০১ অপরাহ্ণ
কাশিয়ানিতে রুপালী ব্যাংক ব্যাবস্থাপকের রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনার চিঠি ভাইরাল

সকাল ৯টায় ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদন করার লক্ষ্যে রাত ১০টার মধ্যে ঘুমিয়ে যাবার নির্দেশনার চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর শাখা রুপালী ব্যাংকে।
ব্যাংকের ব্যাবস্থাপক কর্তৃক ইস্যুকৃত এই নির্দেশনার চিঠি দেয়া হয়েছে ওই শাখার সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলামকে।
এ বিষয়ে মোঃ শহিদুল ইসলামের সাথে কথা বলতে তাকে তার মোবাইল নাম্বারে (01810-683951) কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।
তবে ২৩ আগষ্ট ইস্যুকৃত ব্যাবস্থাপকের দেয়া চিঠির একটি কপি নবধারার হাতে এসে পৌছেছে। তাতে ঐ শাখার ব্যাবস্থাপক লিখেছেন, “উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নং-ডিওএস ৩১ অনুসারে জনাব মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।”
এই চিঠির কপি গতকালই সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়।
এ বিষয়ে ওই ব্যাংকের ম্যানেজার মফিজুর রহমান বলেন, ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে আমার স্বাক্ষর জাল করে মোঃ শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়ে দেয়। এ নিয়ে জানাজানি হলে সবাই এ বিষয়ে জেনে যায়। প্রকৃত পক্ষে এ ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না। বা এমন চিঠি দেয়ার কোন কারনও নাই।
ব্যাবস্থাপক আরো বলেন, সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম ও স্বপন সিকদারকে কারন দর্শানো নোটিশ দেয়া হয়েছে। আগামী ৩দিনের মধ্যে তাদেরকে এর জবাব দেয়ার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.