শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, যে পরিস্থিতিই সৃষ্টি হোক, কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলাদেশে কোন অভাব হবে না। সিমেন্ট থেকে শুরু করে সকল নির্মান সামগ্রীর দাম বেড়েছে। আমাদের ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়। ব্যবসায়ীদের কোনভাবেই আমরা নীতিমালার মধ্যে আনতে পারিনি। শুধু সার বা নির্মান সামগ্রী নয় আমরা চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য। বিশ্ববাজারে মন্দা আছে। আমরা চেষ্টা করবো তাদের সাথে সমন্বয় করে চলতে। জনগণের কষ্ট লাঘবে আমার মন্ত্রণালয় ও প্রধামন্ত্রী সবসময় চিন্তা করেন। আমারা আশাকরি আগামী ৩ মাসের মধ্যে একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে অনেক কষ্ট লাঘব হবে।
শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন।
এসময় শিল্প প্রতিমন্ত্রী কামল আহমেদ মজুমদার এমপি, সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.