Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ইভটিজিংয়ের শিকার স্কুল ছাত্রী, আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ

কোটালীপাড়া  প্রতিনিধি
আগস্ট ৩০, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে। আতঙ্কে ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে । এই ঘটনাকে কেন্দ্রে করে এলাকায় উত্তোজনা বিরাজ করছে।
ইভটিজিংয়ের শিকার ওই শিক্ষার্থী উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানাগেছে, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে অমিত বিশ্বাস নামে এক বখাটে ওই স্কুল ছাত্রীর পথরোধ করে কুপ্রস্তাপ দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে অমিত বিশ্বাস ওই স্কুল ছাত্রীর হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে বখাটে অমিত বিশ্বাস পালিয়ে যায়।
অমিত বিশ্বাস উপজেলার সাদুল্লাপুর  ইউনিয়নের পশ্চিম হাজরাবাড়ি গ্রামের বীরেন বিশ্বাসের ছেলে।
এ ঘটনার পর ওই স্কুল ছাত্রী আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। আজ মঙ্গলবার (৩০আগস্ট) সরেজমিনে গিয়ে ওই স্কুল ছাত্রীকে স্কুলে গিয়ে পাওয়া যায়নি।
ওই ছাত্রী বলেন, আমি স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই অমিত বিশ্বাস আমাকে উত্ত্যক্ত করতো। সে আমাকে নানা ধরণের কুপ্রস্তাব দিতো। আমি রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে অমিত আমাকে একটি ইজিবাইকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে অমিত পালিয়ে যায়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনতীলতা মধু বলেন, ঘটনার দিন স্কুল ছুটির পরে ওই ছাত্রী বাড়ি ফেরার পথে অমিত বিশ্বাস নামে এক যুবকের দ্বারা ইভটিজিংয়ের শিকার হয়। এ ঘটনার পরে ওই ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
ওই স্কুল ছাত্রীর পিতা বলেন, এ ঘটনার পরে আতঙ্কে আমার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঘটনাটি নিয়ে আমাদের এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অমল কৃষ্ণ সেন বিষয়টি মিটিয়ে দিবেন বলে দায়িত্ব নিয়েছেন। তাই আমরা আইনের আশ্রয় নেয়নি।
বখাটে অমিত বিশ্বাস বলেন, আমি ওই মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করিনি। আমি শুধু তার সঙ্গে কথা বলেছি।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অমল কৃষ্ণ সেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। এ ঘটনা নিয়ে আমি দুপক্ষের সাথে কথা বলেছি। আজ মঙ্গলবার রাতে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিস বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দিবো।
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।