গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের একদিন পর ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত জখম অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ আগষ্ট) সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটার পরিত্যক্ত একটি জমি থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । নিহত তামীম মোল্যা (১৫) একই এলাকার একরাম মোল্যার ছেলে এবং সে উপজেলার লোহাইড় দারুল উলুম ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র ছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুকসুদপুর উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটা এলাকার একরাম মোল্যার ছেলে তামীম মোল্যা (১৫) মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোজাঁখুজি করে । পরে বুধবার সকালে মুকসুদপুর-বরইতলা সড়কের উপজেলার মধ্য বনগ্রাম ধোপাভিটার পরিত্যক্ত একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করে ।
মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান, মরদেহের গলায় ও চোখে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.