বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাস হিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে দুই শিক্ষিকাসহ ৯ স্কুল ছাত্রী হঠাৎ আজ্ঞান হয়ে গুরুতর অসুস্থ হওয়ায় শিক্ষার্থীর অবিভাকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তাদেরকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী জানান, ৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আরিশা আক্তারের হঠাৎ ক্লাস রুমে খুব শ্বাসকষ্ট দেখা দেয়। এ সময় ওই ছাত্রীকে দ্রæত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে কিছু ক্ষণের মধ্যে একই ক্লাসের নওশীন, সুইটি হীরা, সুসমিতা রায়, আশামনিসহ আরো ৭ জন ছাত্রীর ওই একই উপসর্গ দেখা দেয়। তৎক্ষণাৎ তাদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষী বিশ্বাস ও খুকু রানী বিশ্বাস অসুস্থদের সাথে থাকায় তারাও এই রোগে আক্রান্ত হন। অসুস্থ ছাত্রীদের ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকী ৫ ছাত্রী এখনো স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মামুন হাসান নবধারা কে বলেন, এ রোগটি সাধারণত মানষিক চাপের কারণে দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় এ রোগের নাম মাস হিস্টোরিয়া। প্রাথমিক চিকিৎসায় অসুস্থরা অনেকটা সুস্থ হয়ে উছেছে। এছাড়া উপজেলার জোনাব আলী ফকির মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী হঠাৎ হিষ্ঠেরিয়ায় আক্রান্ত হয়েছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.