জাতীয় বিশ্ববিদ্যালয়েরর অধিভুক্ত কলেজ র্যাংকিং প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় ২০১৮ সালের নির্বাচিত সেরা ৭৬টি কলেজের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ ৭০.৫৪ পয়েন্ট পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আনুষ্ঠানিকভাবে কলেজ র্যাংকিং’ ২০১৮ সালের ফলাফল ঘোষনা করা হয়। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম সহ অন্যান্যরা।
সভায় উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়েরর অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র্যাংকিংয়ের জন্য আবেদন করে। পরে র্যাংকিয়ের ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়া উপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা ৫টি কলেজগুলো হলো রাজশাহী কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, আনন্দমোহন কলেজ এবং কারমাইকেল কলেজ। সেরা মহিলা কলেজ লালমাটিয়া মহিলা কলেজ, সেরা সরকারি কলেজ রাজশাহী কলেজ, সেরা বে-সরকারি কলেজ ঢাকা কর্মার্স কলেজ। এছাড়া, ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে। ২০১৫ সাল থেকে এ কলেজ র্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রনোদনা দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.