Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি লিয়াকত আলী, সাধারান সম্পাদক আনিছুল

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত তেরখাদার একমাত্র আদর্শ ও সততার প্রতীক তেরখাদা প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলা সদরের শের-ই-বাংলা মার্কেটের ২য় তলায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী কে সভাপতি ও শেখ মোঃ আনিছুল হক কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

তেরখাদা প্রেস ক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মোঃ শওকাত আলী, মোল্যা আজিজুর রহমান, এস এম ওবায়দুল্লাহ বাবু, রাসেল আহমেদ, শেখ শফিউল আজম স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান নান্নু, দীল নেওয়াজ উজ্জ্বল, এম এইচ রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার বালা, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম কল্লোল, অর্থ সম্পাদক শিব প্রসাদ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আহমেদ, সহ প্রচার সম্পাদক সবুজ কুমার রায়, কে এম আলীমুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ শিমুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন ইমন, যুব ও ক্রীড়া সম্পাদক সোহেল হাসান জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ কচি, সদস্য মোঃ ইমন মোল্যা, মোঃ রাসেল বিশ্বাস, মোঃ আলী আকবর শেখ, মোঃ আল আমিন শরীফ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।