গোপালগঞ্জে সদর উপজেলার তিন ইউনিয়নের মানুষের জন্য মধুমতি নদীর সাথে কংশুর খালের পুনঃসংযোগ ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে খোলা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মানুষ এ কর্মসূচীতে অংশ নেয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার কংশুর বাসষ্ট্যান্ডে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় হাতে হাত ধরে খোলা ব্রীজ নির্মাণ ও খালের পুনঃ সংযোগের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন মানববন্ধকারীরা।
মানববন্ধন চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, জনপ্রতিনিধি হাফিজুর রহমান সাফু, জেলা কৃষক লীগ নেতা লিয়াকত আলী খান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াছিন মোল্যা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, কংশুর খালের পানির উপর করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মানুষ ও কৃষকরা নির্ভর করে থাকেন। মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ না দিলে তারা কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। খোলা ব্রীজ নির্মাণ করে মুধমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ পুনস্থাপিত হলে এলাকার কৃষকেরা ব্যাপকভাবে লাভবান হবেন। এরাকাবাসীর দাবী মেনে কংশুর খাল মধুমুত নদীর সাথে পুন সংযোগের পাশাপাশি খোলা ব্রীজ নির্মানেরও দাবী জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.