শরিফুল ইসলাম, নড়াইলঃ
নড়াইলে লোহাগড়ায় আগুনে পুড়ে প্রতিবন্ধি বাবর আলীর(৪৫) মৃত্য হয়েছে। গতকাল শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে লোহাগড়া পৌর এলাকার রামপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার(১৮ মার্চ) রাত ১০ টার দিকে ঘুমিয়ে পড়েন বাবর আলী। শুক্রবার(১৯ মার্চ) ভোর ৪টার দিকে ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরিবারের সদস্যরাসহ গ্রামের লোকজন আগুনের বিষয়টি টের পাবার সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাবর আলীর মৃত্যু হয়েছে।
নিহত বাবর আলীর ভাই মোঃ বাদলসহ অন্যরা জানান অগ্নিকান্ডে ভাইয়ের জীবণ গেছে। ঘরসহ আসবাবপত্র পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৪/৫ লাখ টাকার। লোহাগড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছি। কিন্তু ততক্ষণে বাবর আলীর মৃত্য হয়েছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।
লোহাগড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা রোসলিনা পারভীন প্রতিবন্ধী বাবর আলী আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনাটি শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্বজনদের সাথে সমবেদনা জানান।