Nabadhara
ঢাকাবুধবার , ৯ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
নভেম্বর ৯, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফুটবল খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে আন্তঃবিভাগীয় ফুটবল খেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় বিভাগ থেকে মোট ০৬ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের সজিব, চতুর্থ বর্ষের হামিদ শেখ, স্নাতকোত্তর শ্রেণির শহাবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মামুন, ফোকাস ও নাহিদ।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, খেলা চলাকালীন ফাউল হওয়ার পর উভয় বিভাগের দর্শক শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে ৪-৩ গোলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ জয় লাভ করে। তবে খেলা শেষে ঐ বিভাগের শিক্ষার্থীরা ফাউলের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের হামিদ শেখের সাথে বাকবিতন্ডার সৃষ্টি করে। এতে একপর্যায়ে উভয় বিভাগের শিক্ষার্থীদের মাঝে হাতাতিরর রূপ নেয়। এতে অন্যান্য সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হামিদ শেখ গুরুতর আহত হওয়ায় গোপালগঞ্জের সদরের ২৫০ শয্যাশায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, উভয় বিভাগের সংঘর্ষের ঘটনা জেনেছি। তবে লিখিত ভাবে অভিযোগপত্র পেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।