নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।। এ ঘটনায় ধর্ষিতার স্বামী ৩ জনকে আসামী করে মুকসুদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আজ ৫ মার্চ সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা গোপালগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার (০৪ এপ্রিল) রাতে গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ধর্ষকরা গৃহবধুর কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকাও নিয়ে যায়।
আসামীরা হলো-কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান নবধারা কে বলেন, মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের কালিদহরপাড় এলাকার একটি বাড়ীতে ধর্ষনের শিকার ওই নারী ও তার স্বামী ভাড়া থাকতেন। তার স্বামী মুকসুদপুর শহরের একটি রেস্টুরেন্টের বাবুর্চি হিসেবে কাজ করেন। ঘটনার সময় ওই গৃহবধু ফাঁকা বাড়ীতে একা পেয়ে ওই আসামীরা গৃহবধুর বাসায় গিয়ে মেয়েলি কন্ঠে ডেকে তাকে ঘরের দরজা খুলতে বলে। তখন কিছু না বোঝার আগেই তারা ঘরে ঢুকে পড়ে। এরপর ঘরে থাকা দেশীয় অস্ত্রের(দা’-বটি) ভয় দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে ওই তিন আসামী।
নবধারা/এমএইচ০০৭
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.