মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিও ঘর প্রদানের উদ্যোগ নেন। তার অংশ হিসেবে চিতলমারীতে ৪৪১টি পরিবারকে জমিসহ নতুন ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।এর মধ্যে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় ধাপে ২১৯টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ।
গতকাল বুধবার ৪র্থ ধাপে এ উপজেলায় আরোও৩২টি পরিবারকে প্রধানমন্ত্রী জমিও ঘর উপহার দিয়েছেন। ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর একার্যক্রমের উদ্বোধনের পর সুবিধাভোগীদের জমির দলিলসহ ঘর হস্তন্তর করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা প্রধানমন্ত্রীর পক্ষে এসব দলিল হস্তন্তর করেন। জমিসহ নতুনঘর পেয়ে উচ্ছ¡সিত সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠাই করে দেওয়ায় তারা জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্বামী পরিত্যাক্ত খাদিজা বেগম একজন উপকারভোগী বলেন, আমার জায়গা জমি ছিলনা পরের বাড়িতে কাজ আর বাপের বাড়িতে এক খানা তালপাতা ও পলিথিনের ছাওয়ানীর ঘরে থাকতাম। অনেক কষ্ট করেছি। এখন মা হাসিনা জায়গা দিয়েছেন । ঘর দিয়েছেন। আমি তাতে অনেক খুশি। তারজন্য নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করবো। আমাদের মতো গরীবদের পাশে যেন তিনি সারাজীবন থাকতে পারেন। আমাদের চোখের পানি যেন মুছে যায়। আবুল হাসান নামে একজন ভ্যানচালক বলেন, সংসারে অনেক খরচ আমাদের কোন জমি নেই। প্রধানমন্ত্রী জমি দিয়েছেন। এগুলো পেয়ে আমি খুব খুশি। বিনামূল্যে জমি ও ঘর পাবো কোনদিন ভাবিনি। কবিতা পান্ডে নামে আরেকজন বলেন, পরের ভিটায় থাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে জমিসহ ঘর দিয়েছেন। সন্তানদের নিয়ে পরের জমিতে থাকতে হবেনা। এখন আমি আর ভূমিহীন, ঘরহীন না। আমি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।